Dhaka ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নাটকীয় জয়ে শীর্ষে রিয়াল

রিয়াল মাদ্রিদ দুই গোলে নাটকয়ী জয়।ভিনিসিয়াস জুনিয়র লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলেন জুড বেলিংহ্যাম। এমন ঘটনাবহুল ম্যাচেও ঘুরে দাঁড়িয়ে শেষ দিকের  লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে কার্লোস আনচেলত্তির শিষ্যরা।

শুক্রবার রাতে নিজেদের মাঠে ভালেন্সিয়া উগো দুরোর গোলে অনেকটা সময় এগিয়ে থেকে দারুণ এক জয়ের আশা জাগিয়েছিল। তবে মদ্রিচ সমতা ফেরানোর পর বেলিংহ‍্যামের গোলে ঘুরে দাঁড়ানোর আরও একটি দারুণ গল্প উপহার দিল গ্যালাকটিকোরা।

এই জয়ে নতুন বছরে শীর্ষে উঠে এলে রিয়াল। ১৯ ম‍্যাচে তাদের পয়েন্ট ৪৩। এক ম‍্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে নেমে গেল দুইয়ে।

এদিন ম্যাচের ২৭তম মিনিটে খুব কাছ থেকে গেররার শট কোনোমতে ফিরিয়ে দেন কোর্তোয়া। ফিরতি বলে সুযোগ কাজে লাগান দুরো। ছুটে গিয়ে অনায়াসে জাল খুঁজে নেন তিনি।

বিরতির পর ৫২তম মিনিটে ডি বক্সে কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। বেলিংহ‍্যামের নিচু গড়ানো শট ফেরে পোস্টে লেগে! স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের হয়ে এই প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব‍্যর্থ হলেন তিনি।

পেনাল্টির জন‍্য ওই ফাউল যথেষ্ট ছিল কী না তা নিয়ে প্রশ্ন তোলেন ধারাভাষ‍্যকাররা। আবার বেলিংহ‍্যাম শট নেওয়ার আগেই ভালেন্সিয়া গোলরক্ষকের লাইন ছেড়ে বেরিয়ে আসা এবং কয়েক জন খেলোয়াড়ের ডি বক্সে ঢুকে পড়ার পরও ফের শট নেওয়ার সুযোগ না দেওয়ারও সমালোচনা করেন তারা।

খেলার ৭৯তম মিনিটে বড় এক ধাক্কা খায় রিয়াল। ভ্যালেন্সিয়া গোলরক্ষকের ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়র। ভিএআর মনিটরে দেখে রেফারি যখন তাকে কার্ড দেখান তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু সতীর্থরা ও কোচিং স্টাফের সদস‍্যরা তাকে অনকেটা জোর করে সেখান থেকে সরিয়ে নেন।

তবে ৮৫তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান একটু আগে বদলি নামা মদ্রিচ। বেলিংহ‍্যামের দারুণ পাস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার।

আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে এগিয়ে যায় রিয়াল। ফুলকিয়ের কাছ থেকে বল পেয়ে উদ্দেশ‍্যহীন দুর্বল ব‍্যাক পাসে বিপদ ডেকে আনেন উগো গিয়ামন। সুবর্ণ সুযোগ পেয়ে ঠাণ্ডা মাথায় ঠিকানা খুঁজে নেন বেলিংহ‍্যাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

নাটকীয় জয়ে শীর্ষে রিয়াল

Update Time : ১০:১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

রিয়াল মাদ্রিদ দুই গোলে নাটকয়ী জয়।ভিনিসিয়াস জুনিয়র লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলেন জুড বেলিংহ্যাম। এমন ঘটনাবহুল ম্যাচেও ঘুরে দাঁড়িয়ে শেষ দিকের  লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে কার্লোস আনচেলত্তির শিষ্যরা।

শুক্রবার রাতে নিজেদের মাঠে ভালেন্সিয়া উগো দুরোর গোলে অনেকটা সময় এগিয়ে থেকে দারুণ এক জয়ের আশা জাগিয়েছিল। তবে মদ্রিচ সমতা ফেরানোর পর বেলিংহ‍্যামের গোলে ঘুরে দাঁড়ানোর আরও একটি দারুণ গল্প উপহার দিল গ্যালাকটিকোরা।

এই জয়ে নতুন বছরে শীর্ষে উঠে এলে রিয়াল। ১৯ ম‍্যাচে তাদের পয়েন্ট ৪৩। এক ম‍্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে নেমে গেল দুইয়ে।

এদিন ম্যাচের ২৭তম মিনিটে খুব কাছ থেকে গেররার শট কোনোমতে ফিরিয়ে দেন কোর্তোয়া। ফিরতি বলে সুযোগ কাজে লাগান দুরো। ছুটে গিয়ে অনায়াসে জাল খুঁজে নেন তিনি।

বিরতির পর ৫২তম মিনিটে ডি বক্সে কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। বেলিংহ‍্যামের নিচু গড়ানো শট ফেরে পোস্টে লেগে! স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের হয়ে এই প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব‍্যর্থ হলেন তিনি।

পেনাল্টির জন‍্য ওই ফাউল যথেষ্ট ছিল কী না তা নিয়ে প্রশ্ন তোলেন ধারাভাষ‍্যকাররা। আবার বেলিংহ‍্যাম শট নেওয়ার আগেই ভালেন্সিয়া গোলরক্ষকের লাইন ছেড়ে বেরিয়ে আসা এবং কয়েক জন খেলোয়াড়ের ডি বক্সে ঢুকে পড়ার পরও ফের শট নেওয়ার সুযোগ না দেওয়ারও সমালোচনা করেন তারা।

খেলার ৭৯তম মিনিটে বড় এক ধাক্কা খায় রিয়াল। ভ্যালেন্সিয়া গোলরক্ষকের ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়র। ভিএআর মনিটরে দেখে রেফারি যখন তাকে কার্ড দেখান তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু সতীর্থরা ও কোচিং স্টাফের সদস‍্যরা তাকে অনকেটা জোর করে সেখান থেকে সরিয়ে নেন।

তবে ৮৫তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান একটু আগে বদলি নামা মদ্রিচ। বেলিংহ‍্যামের দারুণ পাস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার।

আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে এগিয়ে যায় রিয়াল। ফুলকিয়ের কাছ থেকে বল পেয়ে উদ্দেশ‍্যহীন দুর্বল ব‍্যাক পাসে বিপদ ডেকে আনেন উগো গিয়ামন। সুবর্ণ সুযোগ পেয়ে ঠাণ্ডা মাথায় ঠিকানা খুঁজে নেন বেলিংহ‍্যাম।