গাজীপুরের কালিয়াকৈরে রোববার দুপুরে রেললাইনের বসে থাকা এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। জয়দেবপুর- রাজশাহী রেললাইনের কালিয়াকৈর উপজেলার মৌচাক ধোপাচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক ধোপাচালা এলাকায় এক বৃদ্ধ জয়দেবপুর-রাজশাহী রেললাইনের বসে ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গের পঞ্চগরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি রোববার দুপুর ১২টার দিকে মৌচাক ধোপাচালা এলাকায় পৌছলে রেললাইনে বসে থাকা ওই বৃদ্ধ কাটা পড়েন ওই বৃদ্ধ। ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। তার আনুমানিক বয়স ৬৫ বছর। তাৎক্ষণিকভাবে নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরনে ছিল নীল সাদা চেক লুঙ্গি ও গায়ে নীল রঙের চাদর।
মৌচাক রেলস্টেশন কর্মকর্তা মোঃ হারুন রশিদ জানান, জয়দেবপুর- রাজশাহী রেললাইনের ২৪ নাম্বার রেল ব্রিজের কাছে রেললাইনের বসে থাকা অজ্ঞাত বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা যান। এ ঘটনার পর জয়দেবপুর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।