নীলফামারীতে গত ৫দিন ধরে আশরাফুজ্জান রাসেল (১৪) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।
আশরাফুজ্জান রাসেল নীলফামারী সদর উপজেলার কানিয়াল খাতা ডাঙ্গাপাড়া এলাকার জিকরুল ইসলাম এবং মৃত রাশেদা বেগম দম্পতির ছেলে। রাসেল নীলফামারী টেকনিক্যাল স্কুল ও কলেজের দশম শ্রেনীর ছাত্র। পরিবার সুত্রে জানাযায়, গত ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে নিজ বাড়ী থেকে রাসেল বের হয়। সেই থেকে অদ্যবদি আর বাড়ী ফিরেনি। বিভিন্ন এলাকা এবং আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজাখুজির পরেও তার সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। এ বিষয়ে রাসেলের বাবা জিকরুল ইসলাম জানান, আগামীকাল সন্তান নিখোঁজের বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরী করবে। কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিম্ন লিখিত- ০১৭৯৪-৪২২-১৫৭ অথবা ০১৯১৩-৭৫২-৫৯১ ফোন নম্বরে জানানোর জন্য অনুরোধ করেন নিখোঁজ রাসেলের পরিবার।