ভোলায় দিন ব্যাপী রেইজ প্রকল্পের মাস্টার ক্রাফটর্স পার্সন রিফ্রেসার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ার) সকালে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর রেইজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইএস)’র হল রুমে এ ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে।
দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজেইউএস এর পরিচালক মাইক্রেফিন্যান্স হুমায়ুন কবীর। এ সময় বক্তব্য রাখেন পরিচালক মোঃ মোস্তফা কামাল, উপ-পরিচালক মোঃ জাহিদুর রহমান, সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আবদুল হাই জিন্নাহ। অনুষ্ঠানে মোবাইল সার্ভিসিং, বিউটি ফিকেশন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং, বেকারি এন্ড প্রেস্ট্রি, ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক, অটো মোবাইল, প্লাম্বিং গুরুরা অংশ নেয়।