আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আসলে আমাদের নির্বাচনের প্রস্তুতিটা সংস্কারের সাথে এবং এদের নিজেদের ভুমিকার যে উন্নয়ন সেটার সাথে সম্পৃক্ত। এটা একই সাথে চলছে। আপনারা পরবর্তী নির্বাচনে আনসার এবং ভিডিপি একটা ভিন্ন রূপে দেখবেন। জনগন যেটা চায় সাধারন সুষ্ঠ নির্বাচন এবং অনিয়মের ক্ষেত্রে যে জোড়ালো ভুমিকা, সেটা এ সদস্যদের মধ্যে এবার দেখতে পাবেন।
তিনি রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- আনসার ও ভিডিপি বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, একাডেমির কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা।
তিনি বলেন, ঢাকা শহরসহ বিভিন্ন শহর কেন্দ্রিক যেগুলো আছে, সেখানেও খুব শিগ্রই প্রশিক্ষণ শুরু হবে। এছাড়াও এক সাথে সমগ্র জেলায় যখন এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। আমরা এর প্রাইলট কাজগুলো শেষ করেছি। এদের লক্ষ্য ও উদ্দেশ্য পরিবর্তন করে দিয়েছি। যাতে সমাজে ভুমিকা রাখা যায়, সেভাবে অল্প সময়ে পূজা হোক বা নির্বাচন হোক, সব জায়গায় রাজনীতির ছত্রছায়ার বাইরে গিয়ে কিভাবে রাষ্ট্র এবং মানুষের জন্য ভুমিকা রাখা যায়? সেভাবে এই প্রশিক্ষণটা আমাদের কারিকুলামে সংযোগ করেছি।
আনসার সদস্যদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আত্মনিয়োগ করতে হবে। এসময় সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের
অঙ্গীর্কা স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য তিনি সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এর আগে আনসার ও ভিডিপির একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধন করেন। পরে মহাপরিচালকের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি একাডেমীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র্যালি শেষে তিনি সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন।