কুড়িগ্রামের উলিপুরে চর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে দরবেশ আকন্দ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার ৫ জানুয়ারী দুপুরে তিস্তা নদীর চরাঞ্চল কর্পূরা এলাকায়।
জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরার চর দখল নিয়ে পার্শবর্তী রংপুর জেলার পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের বর্তমান ও সাবেক ইউপি সদস্যর মধ্যে দীর্ঘদিন থেকে
বিরোধ চলে আসছিল।
কখনো সাবেক ইউপি সদস্য ছবু’র লোকজন ওই চর দখলে নিয়ে চাষাবাদ করে আবার কখনো বর্তমান ইউপি সদস্য ইসমাইল এর লোকজন কর্পূরার চর দখলে নিয়ে চাষাবাদ করে। এরই ধারাবাহিকতায় আজ রোববার দুপুরে দুই ইউপি সদস্যর লোকজনের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় দরবেশ আকন্দ (৫০) নামের এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরবেশ আকন্দের মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় উলিপুর থানায় নিয়ে আসে। নিহত দরবেশ আকন্দ উপজেলার থেতরাই ইউনিয়নের রামনিয়াশার চর এলাকার সেফার উদ্দিনের পুত্র বলে জানা গেছে। তিনি সাবেক ইউপি সদস্য ছবু মেম্বারের সমর্থক বলেও জানা গেছে।
উপজেলার দলদিলয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য নুর জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, খবর পেয়ে দূর্গম চরাঞ্চল থেকে মরদেহ উদ্ধার করে সন্ধ্যার পরে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়। হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।