রবিবার ৫ জানুয়ারি রোভা ফাউন্ডেশন কর্তৃক উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করে জেলা প্রশাসক বলেন যে, “শিক্ষা জাতির মেরুদণ্ড। একজন শিক্ষার্থী সঠিক দিকনির্দেশনা পেলে সে ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” এসময় তিনি শিক্ষার্থী ও তরুণ সমাজকে নিয়ে সমৃদ্ধ মাগুরা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।