Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক আইজিপি মামুন নতুন মামলায় গ্রেপ্তার

পুলিশের সাবেক আইজি (ইন্সপেক্টর জেনারেল) আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র সরণিতে সাব্বির হোসেনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ।

সোমবার (৬ জানুয়ারি) মামুনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়। এরপর সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভুঁইয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আতিকুর রহমান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ মামলায় গত ৩০ ডিসেম্বর পুলিশের সাবেক আইজিপি মামুন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আইনজীবী রবিনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। কিন্তু ঐদিন মামুনকে আদালতে হাজির করা হয়নি। বাকি দুইজনকে শুনানি শেষে গ্রেফতার দেখানোর পর মামুন চৌধুরীর বিষয়ে আজ শুনানির দিন ধার্য করেন আদালত।

এদিকে মামলা সূত্রে জানা গেছে, সাব্বির রাজধানীর একটি বায়োবিড কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত বছরের ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানার ৭নং সেক্টরস্থ রাজউক মার্কেটের দক্ষিণ পাশে রবীন্দ্র স্বরনীতে রাস্তার উপর ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণ করে সাব্বির। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালায়। এতে সাব্বির হোসেনের গলায় গুলি লাগে।

পরে আবরার হানিফ (২৬) নামে একজন সাব্বিরকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতলে নিলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরে গত বছরের ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় সাব্বিরের বাবা বাদী হয়ে মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

গণতন্ত্র ফিরিয়ে আনতে সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

সাবেক আইজিপি মামুন নতুন মামলায় গ্রেপ্তার

Update Time : ০৩:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

পুলিশের সাবেক আইজি (ইন্সপেক্টর জেনারেল) আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র সরণিতে সাব্বির হোসেনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ।

সোমবার (৬ জানুয়ারি) মামুনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়। এরপর সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভুঁইয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আতিকুর রহমান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ মামলায় গত ৩০ ডিসেম্বর পুলিশের সাবেক আইজিপি মামুন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আইনজীবী রবিনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। কিন্তু ঐদিন মামুনকে আদালতে হাজির করা হয়নি। বাকি দুইজনকে শুনানি শেষে গ্রেফতার দেখানোর পর মামুন চৌধুরীর বিষয়ে আজ শুনানির দিন ধার্য করেন আদালত।

এদিকে মামলা সূত্রে জানা গেছে, সাব্বির রাজধানীর একটি বায়োবিড কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত বছরের ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানার ৭নং সেক্টরস্থ রাজউক মার্কেটের দক্ষিণ পাশে রবীন্দ্র স্বরনীতে রাস্তার উপর ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণ করে সাব্বির। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালায়। এতে সাব্বির হোসেনের গলায় গুলি লাগে।

পরে আবরার হানিফ (২৬) নামে একজন সাব্বিরকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতলে নিলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরে গত বছরের ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় সাব্বিরের বাবা বাদী হয়ে মামলা করেন।