জয়পুরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মোজাহার আলী প্রধান ফাউন্ডেশন এর উদ্যোগে নুরুজ্জামান রাশেদীয়া দারুল উলূম ক্বওমী মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক ও মোজাহার আলী প্রধানের বড় ছেলে আবু রায়হান উজ্জ্বল প্রধানের সভাপতিত্ব
মাহফিলে বক্তব্য রাখেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ মামুন প্রধান, জামায়াতে ইসলামীর শহর শাখার আমীর আনোয়ার হোসেন।
এছাড়া কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মৌলা পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক সদস্য সচিব শামস্ মতিন, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরন, এতিমখানায় কুরআন শরীফ খতম দেওয়া হয়।