গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) অধীনে দেশীয় মুরগী পালনকারী ২৯ জন ক্ষুদ্র খামারীদের মাঝে খাদ্য সামগ্রী ও পানীয় পাত্র (ড্রীংটার-ফ্রিডার) বিতরণ করা হয়।
গত সোমবার উপজেলার হরিপুর ইউনিয়নে উজান তেওড়া ডেইরী পিজি ভূক্ত ২৯ জন দেশী মুরগী পালনকারী খামারীদের মাঝে পানী ও খাদ্যগ্রহনের জন্য (ড্রীংটার-ফ্রিডার) বিতরণ করা হয়। বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রায়াল সরকার। বিতরন কাজে সার্বিক সহযোগিতা করেন উজান তেওড়া ডেইরি পিজির (এলএসপি) বিপ্লব কুমার দেবস্বর্মা