গাজীপুরের কালিয়াকৈরে ডাকাত সন্দেহে এক যুবককে আটকের পর দেশীয় অস্ত্রসহ তাকে পুলিশে দিলেন এলাকাবাসী। পরে দেশীয় অস্ত্র ও পিকআপভ্যানসহ ওই যুবককে আটক করে পুলিশ। বুধবার সকালে উপজেলার জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত হলেন, নেত্রকোনা জেলার বারহাট্রা থানার যোগীশাসন এলাকার সাব্বির আলী ছেলে সাগর আলী (৪০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাগর আলীসহ ৪/৫ জন লোক বুধবার ভোরে নাম্বার বিহীন একটি পিকআপভ্যান নিয়ে কালিয়াকৈর উপজেলার মৌচাকের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে সকাল সাড়ে ৭টার দিকে মৌচাক-ফুলবাড়িয়া সড়কের উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর এলাকায় পৌছলে তাদের পিকআপ অপর একটি গাড়িকে ধাক্কা লাগে। এরপর ক্ষিপ্ত হয়ে উল্টো পিকআপভ্যান থেকে নেমে রড ও লাঠিসোটা নিয়ে ওই গাড়ি চালককে মারতে যান সাগরসহ ৪/৫ লোক।
এসময় এলাকাবাসী এগিয়ে এলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে সাগরকে আটক করা হয়। তার সঙ্গে থাকা বাকীরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এতে সন্দেহ হলে ওই পিকআপভ্যানটি তল্লাশী করে বড় দা, বড় কাটার, রড, লাঠিসোটা, রশি, কাটা একটি তালা দেখতে পান এলাকাবাসী। এসময় ডাকাত সন্দেহে এলাকাবাসী ওই যুবক সাগরকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাগরকে আটক করে। এসময় তাদের ব্যবহৃত পিকআপভ্যানটি আটক ও বড় দা, বড় কাটার, রড, লাঠিসোটাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এলাকাবাসীর অভিযোগ, কয়েক দিন পর পর এলাকায় ডাকাতি ও গরু চুরি হচ্ছে। আটক ডাকাত সদস্য সাগর ঘটনাস্থলে চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করলেও এরাই এখানে ডাকাতি করে।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, ডাকাত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এছাড়াও তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।