ভোলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার ভোর ৪টার দিকে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস ভোলার মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্স কমান্ডার বিএন এইচ এম এম হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ইলিশার লঞ্চঘাট এলাকায় বুধবার ভোর ৪টার দিকে অভিযান চালায় কোস্ট গার্ডের একটি টিম। এ সময় সেখান থেকে মাদক ব্যবসায়ী মো. কামাল (৩০) নামের এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৪৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মৃত আব্দুল মালেকের বড় ছেলে বলে জানা গেছে। আটকৃত কামাল ও উদ্ধারকৃত ইয়াবা সহ তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোন।