দীর্ঘ পথ পরিক্রমায় ৪ দশকে পদার্পণ করেছে উলিপুর প্রেসক্লাব l আজ ৮ জানুয়ারি বুধবার উলিপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নিলু ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সম্পাদক মন্ডলীর সদস্য ও দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য
উলিপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি মাও : মমতাজুল হাসান করিমী l
স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক লক্ষণ সেন গুপ্ত, সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, দপ্তর সম্পাদক নুরজামান সরকার, কার্যকরী সদস্য নূরবক্ত মিয়া, বিশিষ্ট লেখক ও প্রভাষক আবু হেনা মোস্তফা, কমরেড দেলোয়ার হোসেন, বণিক সমিতির সহ-সভাপতি ইকবাল হোসেন চাঁদ, বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিক, উলিপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ l
এর আগে আনুষ্ঠানিকভাবে সংগঠনের ও জাতীয় পতাকা উত্তোলন করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উলিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে l দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি আবুল কালাম আজাদ এর কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার শুভ সূচনা হয় l
আলোচনা সভার শুরুতেই উলিপুর প্রেসক্লাবের বিভিন্ন সময়ে তিন সাংবাদিকের মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় l