কক্সবাজারের ডিসি পার্ক এলাকায় নিখোঁজ হওয়া এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল ৫ টায় নিখোঁজ হওয়া ৫ বছরের আহাদ নামে ওই শিশুর মৃতদেহ বুধবার (৮ জানুয়ারি) ভোররাত ১ টার দিকে প্রায় ৮ ঘন্টা পরে ডিসি পার্কের স্কুলের পাশে একটি খালি প্লট থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার বিকালে ডিসি পার্কের স্কুল মাঠে খেলা শেষ করে বাড়ি ফেরার পথে আহাদ নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হলেও রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার ভোর রাতে স্কুল মাঠের পাশে একটি খালি প্লট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।কক্সবাজার সদর থানার ওসি মো: ইলিয়াস মিয়া জানিয়েছেন, কক্সবাজার সদর থানার পুলিশের একটি টিম নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশু হত্যা ঘটনার তদন্ত চলছে এবং খুনির খোঁজে পুলিশ তৎপর রয়েছে।