Dhaka ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দরে আটক চিত্রনায়িকা নিপুণ

সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে আটক করা হয়েছে। তিনি লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন।তার সেই যাত্রা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

বিষয়টি নিয়ে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন,এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।

চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হলেও এ বিষয়ে নায়িকা কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

উল্লেখ্য, সিনেমার খবরের বাইরে এর আগেও নিপুণ বিভিন্ন ইস্যুতে শিরোনামে এসেছেন।বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থি তারকাদের অনেকে আত্মগোপনে চলে যান।

ধোঁয়াশা তৈরি হয়েছিল চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশে না কি লন্ডনে সেটি নিয়েও। কারণ এই নায়িকা প্রতিনিয়ত তার বিদেশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বোঝাতে চাইতেন- তিনি দেশের বাইরে আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বিমানবন্দরে আটক চিত্রনায়িকা নিপুণ

Update Time : ১২:১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে আটক করা হয়েছে। তিনি লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন।তার সেই যাত্রা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

বিষয়টি নিয়ে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন,এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।

চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হলেও এ বিষয়ে নায়িকা কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

উল্লেখ্য, সিনেমার খবরের বাইরে এর আগেও নিপুণ বিভিন্ন ইস্যুতে শিরোনামে এসেছেন।বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থি তারকাদের অনেকে আত্মগোপনে চলে যান।

ধোঁয়াশা তৈরি হয়েছিল চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশে না কি লন্ডনে সেটি নিয়েও। কারণ এই নায়িকা প্রতিনিয়ত তার বিদেশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বোঝাতে চাইতেন- তিনি দেশের বাইরে আছেন।