দিনে দিনে বেড়েই চলেছে ঢাকার বাতাসে দূষণের মাত্রা। খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে আজ ঢাকার বাতাস।আজ সকাল ৯টায় ঢাকার বায়ুমান রেকর্ড করা হয় ২৪৩। মানসূচকে ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
আজ শনিবার সকালে ২৯৯ বায়ুমান নিয়ে দূষণের তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা শহর। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরও দুই শহর দিল্লি (২১৫) ও মুম্বাই (২১০)। ১৮৪ স্কোর নিয়ে শীর্ষ পাঁচে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ শহর।
প্রসঙ্গত, বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।
আজ তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।