রাজশাহীর তানোরে চিরকুট লিখে এক নারী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ন রহস্যজনক আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেন ওসি। তার নাম মারুফা(৩০)। তার বাড়ি কুঠিপাড়া গ্রামে। সে আহম্মেদের মেয়ে। তবে চিরকুটে কি লিখা ছিল সেটা জানা যায়নি। বৃহস্পতিবার সকালের দিকে পৌর সদর কুঠিপাড়া গ্রামে ঘটে রহস্য জনক আত্মহত্যার ঘটনাটি। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নিহত মারুফা প্রতিদিনের ন্যায় সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজ শেষ করে। কাজ শেষে সকাল প্রায় ৯টার দিকে মারুফা ঘর থেকে বের না হওয়ায় তার ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝলন্ত অবস্থায় আছে। পরিবারের লোকজন থানা পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রতিবেদন লিখা পর্যন্ত থানার ভিতরে লাশ আসে।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বোঝা যাবে ঘটনার রহস্য কি।