বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মাগুরা জেলা শাখার উদ্যোগে শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। , ৯ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী এ বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতায় কষ্ট পাওয়া দরিদ্র মানুষদের সামান্য উষ্ণতা প্রদান এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেয়া হয়।
অনুষ্ঠানটি মাগুরা আড়াইশ বেড হাসপাতালের প্রাঙ্গণে আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএমএ মাগুরা জেলা শাখার সভাপতি, প্রফেসর ডা. মোঃ আলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডাঃ শামীম কবির, মাগুরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ আব্দুল্লা হিল কাফি, বিএমএ মাগুরা শাখার সাধারণ সম্পাদক ডাঃ “আব্দুল হাই, বিএমএ নেতা ডাঃ মাসুদসহ অন্যন্য চিকিৎসকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিএমএর নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শীতার্ত মানুষের সহায়তায় বিএমএর ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে বলে জানান কতৃপক্ষ।