মাগুরা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা ইকবাল আক্তার খান কাফুর মৃত্যুবরণ করেছেন। ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে যশোর অ্যাপোলো মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া, জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান , জেলা জাতীয় পার্টির সভাপতি সেলিনা হাসান , জেলা জাসদ সভাপতি অহিদুল ইসলাম ফণী , মাগুরা প্লেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে ।
মৃত্যুকালে তিনি স্ত্রী ,দুই পুত্র , সন্তান এক কন্যা সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
ইকবাল আক্তার খান কাফুর ছিলেন , ১৯৬২ সনের ইস্ট পাকিস্তান প্রাদেশিক অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার মসিহুল আজম খানের ছেলে। সাইদুর রহমান, মাগুরা।