রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন এলাকায় ১২ থেকে ২১ জানুয়ারী পর্যন্ত এক বছরের অধিক বয়সী সকল জনগোষ্ঠীকে এক ডোজ করে ওরাল কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে।কালচার ফর কলেরা পজেটিভ ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গত বৃহস্পতিবার সকালে জেলা ইপিআই স্টোর সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
কলেরা ভ্যাকসিনের নয়দিনব্যাপী এই ক্যাম্পেইনটি সফলভাবে বাস্তবায়নের লক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: টিটু চন্দ্র শীল।সভাপতির বক্তব্যে তিনি বলেন, কক্সবাজারের সকল রোহিঙ্গা ক্যাম্পসহ উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়ন, টেকনাফ উপজেলার হোয়াইকং ও হ্নীলা ইউনিয়ন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন এর পুরাতন ২ ও ৩ নং ওয়ার্ড এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের ১ ও ৩ নং ওয়ার্ডে এক বছরের অধিক বয়সী সকল জনগোষ্ঠীকে এক ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে।যার মধ্যে স্থানীয় রয়েছে চার লক্ষ সাত হাজার নয়শো সাতানব্বই জন এবং রোহিঙ্গা নয় লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত সতেরো জন।এ সময় সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ডা: শাহ ফাহিম আহমেদ ফয়সল জানান, ১২ থেকে ১৬ জানুয়ারী রোহিঙ্গা ক্যাম্পে এবং ১২ থেকে ২১ জানুয়ারী পর্যন্ত স্থানীয় একবছর বয়সের অধিক জনগোষ্ঠীকে এক ডোজ করে ওরাল কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে।এদের মধ্যে গর্ভবতী মহিলা এবং কেউ অসুস্থ থাকলে এই ক্যাম্পেইনের আওতার বাইরে থাকবে বলে তিনি জানান।