নীলফামারীর মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে সৈয়দপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। আটক আসামীর নাম মশিয়ার রহমান (২৮) ওরফে খেরো মশিয়ার। সে নীলফামারী সদরের বড় সংগলশী হাজীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
গতকাল দুপুরে শহরের ২ নং রেল গুমটি থেকে তাকে আটক করে নীলফামারী সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আহসান হাবিব। সৈয়দপুর থানার মাধ্যমে পরে আসামীকে নীলফামারীতে নেয়া হয়েছে।
এসআই আহসান হাবিব বলেন, নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মাদক মামলায় ১ বছরের সাজা হয়। কিন্তু সে সাজা ঘোষণার আগে থেকেই পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সৈয়দপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতে সোপর্দ করা হবে।