Dhaka ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আলীকদমে বাংলাদেশী ৫ দালাল সহ ৫৮জন রোহিঙ্গা আটক

পার্বত্য বান্দরবা‌নের আলীকদ‌ম উপজেলার দুর্গম এলাকা  বুচির মুখ নামক স্থানে অভিযান চা‌লি‌য়ে ৫জন দালাল ও নারী শিশুসহ ৫৮জন মিয়ানমার নাগ‌রিক‌কে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি।

শ‌নিবার (১১জানুয়ারী) ভোর সা‌ড়ে ৫টার সময় আলীকদমের ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থান থেকে এদেরকে আটক করা হয় ।আটক বাংলাদেশীরা হলেন, আলীকদম দ‌ক্ষিণ নয়া পাড়ার মো: আনোয়ার হো‌সে‌নের ছে‌লে মো: আরিফুল ইসলাম (২৫), আলীকদম খুল্যামিয়া পাড়ার মো: আবদুর র‌হি‌ম (প্রকাশ সোনা মিয়ার) ছে‌লে মো: নজরুল ইসলাম (৪০),আলীকদম নয়া পাড়ার মো: সোনা মিয়ার ছে‌লে মো: জামাল উদ্দিন (২৭), আলীকদম চৈক্ষ‌্যং ইউনিয়‌নের মৃত: আবুল হো‌সেনের ছে‌লে মো: আবু হুজাইফা (৩২) ও  আলীকদম নয়া পাড়ার মৃত: আনু মিয়ার ছে‌লে মো: খোরশেদ আলম (৫৭)। আটকদের মধ্যে মোঃ নজরুল ইসলাম  আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু হুজাইফা।

বিজিবি জানায়, শ‌নিবার ভোর সা‌ড়ে ৫টার সময় গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর জেসিও  নায়েব সুবেদার মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবি’র এক‌টি টহল দল ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ  দিকে আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে  অভিযান চালায়। এসময় অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময়  ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৭ শিশুসহ   মোট ৫৮ জন মায়ানমারের নাগরিককে আটক করে। এসময় মানবপাচারের সাথে জড়িত ৫ বাংলাদেশীকে আটক করা হয়। এসময় মানব পাচার কাজে ব‌্যবহৃত ১ টি ড্রাম ট্রাক, ১ টি প্রাইভেট  কারও ও ১টি মোটরসাইকল জব্দ করা হয়।

এ বিষ‌য়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মির্জা জ‌হির উদ্দিন বিজিবির অভিযানে মিয়ারমারের ৫৮ জন নাগ‌রিক‌কে আট‌কের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ক্রেতাদের জন্য পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল ব্যাগ নিয়ে এলো অনার বাংলাদেশ

আলীকদমে বাংলাদেশী ৫ দালাল সহ ৫৮জন রোহিঙ্গা আটক

Update Time : ০৬:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

পার্বত্য বান্দরবা‌নের আলীকদ‌ম উপজেলার দুর্গম এলাকা  বুচির মুখ নামক স্থানে অভিযান চা‌লি‌য়ে ৫জন দালাল ও নারী শিশুসহ ৫৮জন মিয়ানমার নাগ‌রিক‌কে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি।

শ‌নিবার (১১জানুয়ারী) ভোর সা‌ড়ে ৫টার সময় আলীকদমের ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থান থেকে এদেরকে আটক করা হয় ।আটক বাংলাদেশীরা হলেন, আলীকদম দ‌ক্ষিণ নয়া পাড়ার মো: আনোয়ার হো‌সে‌নের ছে‌লে মো: আরিফুল ইসলাম (২৫), আলীকদম খুল্যামিয়া পাড়ার মো: আবদুর র‌হি‌ম (প্রকাশ সোনা মিয়ার) ছে‌লে মো: নজরুল ইসলাম (৪০),আলীকদম নয়া পাড়ার মো: সোনা মিয়ার ছে‌লে মো: জামাল উদ্দিন (২৭), আলীকদম চৈক্ষ‌্যং ইউনিয়‌নের মৃত: আবুল হো‌সেনের ছে‌লে মো: আবু হুজাইফা (৩২) ও  আলীকদম নয়া পাড়ার মৃত: আনু মিয়ার ছে‌লে মো: খোরশেদ আলম (৫৭)। আটকদের মধ্যে মোঃ নজরুল ইসলাম  আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু হুজাইফা।

বিজিবি জানায়, শ‌নিবার ভোর সা‌ড়ে ৫টার সময় গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর জেসিও  নায়েব সুবেদার মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবি’র এক‌টি টহল দল ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ  দিকে আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে  অভিযান চালায়। এসময় অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময়  ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৭ শিশুসহ   মোট ৫৮ জন মায়ানমারের নাগরিককে আটক করে। এসময় মানবপাচারের সাথে জড়িত ৫ বাংলাদেশীকে আটক করা হয়। এসময় মানব পাচার কাজে ব‌্যবহৃত ১ টি ড্রাম ট্রাক, ১ টি প্রাইভেট  কারও ও ১টি মোটরসাইকল জব্দ করা হয়।

এ বিষ‌য়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মির্জা জ‌হির উদ্দিন বিজিবির অভিযানে মিয়ারমারের ৫৮ জন নাগ‌রিক‌কে আট‌কের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।