নীলফামারী জলঢাকায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন আই এফ আইসি ব্যাংক পিএলসি। শনিবার ১১ জানুয়ারি দুপুর ১২ টায় কৈমারী গাবরোল সিদ্দিকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরন করা হয় । DCI-RSC এবং IFIC Bank PLC. – এর যৌথ উদ্যোগে ৫০০ জন বয়স্ক ব্যক্তি,এতিম শিশু, দুস্থ হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নিবার্হী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন,DCI – এর নির্বাহী পরিচালক ড.এহসান হক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যাংকের নীলফামারী শাখা ব্যবস্থাপক শাহাজাদি খাতুন, জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবির লেলিন, ইউপি প্যানেল চেয়ারম্যান পেয়ারী বেগম, প্রধান শিক্ষক রওশন আরা RSC ব্যাংকের এরিয়া ম্যানেজার আব্দুল ওয়াহেদ, আমিনুর রহমান সহ গনমান্য ব্যক্তি বর্গ।