নীলফামারী জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ জানুয়ারি দিন ব্যাপি সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ওই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, আব্দুর রহিম বক্স,ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা ছিলেন হুমায়ুন কবির খান, ভারপ্রাপ্ত সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি।
নীলফামারী জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জিকরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গফুর সরকার, সাধারন সম্পাদক শাহিন আকতার সাহিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ পারভেজ লিটন, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেন, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুসহ অনেকে।এসময় সৈয়দপুর ও নীলফামারী জেলার মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সদস্যরা উপস্থিত ছিলেন।