বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির টাঙ্গাইল জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ১১ জানুয়ারি (শনিবার) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। সাত সদস্য বিশিষ্ট কমিটিতে জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আমিরুল ইসলাম সভাপতি মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো:জুবদিল খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তৃতা করেন মো.আব্দুর রশিদ, আবুল কালাম,মো.জুবদিল খান,রিতা সুলতানা, শামসুজ্জামান ও নজরুল ইসলাম প্রমুখ। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আঃ রশিদ,সহ- সভাপতি মো আবুল কালাম,সহ-সাধারণ সম্পাদক রিতা সুলতানা,সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ও অর্থ সম্পাদক নজরুল ইসলাম।নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো.জুবদিল খান সকলের সহযোগিতা নিয়ে সমিতির সদস্যদের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।