মাগুরা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা ইকবাল আক্তার খান কাফুরেরর নামাজে জানাযায় হাজার হাজার লোকের সমাগম। মাগুরা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাগুরা পৌর সভার বারবার নির্বাচিত সাবেক পৌর মেয়র ইকবাল আক্তার খান কাফুর ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বরণ করেন। তিনি হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্র ১ কণ্যাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুর ২ টায় তার প্রথম জানাযা তার গ্রাম এলাকা ননাকোল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শনিবার তার শেষ জানাযা মাগুরা নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়। পরে মাগুরা পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। বারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে যশোর অ্যাপোলো মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান , জেলা জাতীয় পার্টির সভাপতি সেলিনা হাসান , জেলা জাসদ সভাপতি অহিদুল ইসলাম ফণী , মাগুরা প্লেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। মরহুম ইকবাল আক্তার খান কাফুর ছিলেন ইস্ট পাকিস্তান প্রাদেশিক অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার মসিহুল আজম খানের ছেলে।
শিরোনাম :
মাগুরা জেলা বিএনপি নেতা ইকবাল আক্তার খানের নামাজে জানাযায় হাজারো মানুষের উপস্থিতি
- সাইদুর রহমান,মাগুরা বিশেষ প্রতিনিধি:
- Update Time : ০৩:১৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- ৪৭ Time View
Tag :
আলোচিত