নিত্যপণ্যের দাম কমাও মানুষ বাঁচাও,দফায়,দফায় পণ্যের উপর কর বাড়ানো চলবেনা। এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বাম গণতান্ত্রিক জোট মানববন্ধন ও সমাবেশ করেছে। শনিবার বিকাল সোয়া ৩টার দিকে শহরের এস.এস,রোডে চেম্বার অব কমার্স ভবনের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করে। এতে বক্তব্য রাখের সিরাজগঞ্জ জেলা বাসদ সমন্ময়ক কমরেড নবকুমার কর্মকার,জেলা কমিউনিষ্ট পাটির সভাপতি ইসমাইল হোসেন,মোস্তফা নুরুল আমিন,বাসদ নেতা পলাশ ঘোষ প্রমুখ।
এসময় বক্তারা অতিত আওয়ামীলীগ সরকারের বিভিন্ন ভুল তুরে ধরে বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় কথায় কথায় মুল্যের দাম বৃদ্ধি এবং সকল প্রকার পণ্যতে কর বাড়ানো থেকে বিরত থাকার জন্য অন্তবর্তি সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তারা বরেন দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ মিল কারখানা চালুসহ বেকার সমস্যা সমাধানের ব্যবস্থা , নিত্যপণ্যের দাম না কমালে মানুষ আরো বেকার হবে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।