সৈয়দপুর শহরের গোলাহাট কবরস্থানের ১০০ গজ উত্তরে মুক্তিযুদ্ধ সৃতিসৌধের প্রায় ৩ লাখ টাকা মুল্যের ২ টি গেইট চুরি হয়ে গেছে। রবিবার দিবাগত রাতে ওই চুরির ঘটনা ঘটে।
সৃতি সৌধ্যটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সাংবাদিক নিজু কুমার আগরয়াল জানান, সৈয়দপুর শহরে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। পুলিশ তৎপর না থেকে হাত পা গুটিয়ে থাকার কারনে শহরের কোন না কোন এলাকায় চুরির ঘটনা ঘটেই চলেছে। আইন শৃঙ্খলা অবনতির বিষয়ে একাধিক বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিনকে অবগত করা হলেও কোন কর্নপাত করেননি তিনি। যার ফলে চোরেরা রবিবার দিবাগত রাতে কয়া গোলাহাট মুক্তি যুদ্ধ সৃতিসৌধের ৩ লাখ টাকা মুল্যের ২ টি গেইট নিয়ে যায়।
স্হানীয়রা জানান, গোলাহাট কবরস্থান এর পুর্ব পার্শে আফতাব নামের এক ভাংগারি লোহা ব্যবসায়ী প্রায় প্রতি রাতেই রেলওয়ে কারখানার উত্তর পার্শে কারখানার দেয়ালের উপর দিয়ে দামী দামী লোহা পাচার করে চলেছেন। গত রবিবার দিবাগত রাতেও তিনি কারখানার লোহা চুরি করে এবং একই সাথে মুক্তি যুদ্ধ সৃতিসৌধের ২ টি গেইটও চুরি সংঘটিত হয়। আফতাব নামের ভাংরী লোহা ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই সৃতিসৌধের গেট উদ্ধার হতে পারে বলে মন্তব্য করেন স্হানীয়রা।
জানতে চাইলে কয়াগোলাহাট মুক্তি যুদ্ধ সৃতিসৌধ্য কমিটির সভাপতিও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর- ই আলম সিদ্দিক বলেন, চুরির বিষয়টা আমি শুনেছি। তদন্ত সাপেক্ষে অবশ্য গেইট উদ্ধার সহ চোরকে আটক করা হবে।