উখিয়া সহ পার্শ্ববর্তী উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্পে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ শুরু হয়েছে। গত রবিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলতায়নে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডাঃ মোহাম্মদ হালিমুর রশিদ, ডাইরেক্টর ডাক্তার শাহ আলী আকবর আশরাফী, চট্টগ্রাম বিভাগের পরিচালক ডাঃ অং সুই প্রু মারমা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ রাজেন্দ্র বোহারা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার।এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন সহ স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এবং উপজেলা উখিয়া সহ পার্শ্ববর্তী এলাকায় কলেরা রোগের বিস্তার রোধে গতকাল শুরু হয়েছে টিকা কার্যক্রম, যা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, দুই উপজেলার ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়ন, টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা, রামুর খুনিয়া পালং ইউনিয়নের ৪ থেকে ৯ নম্বর ওয়ার্ড এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ১ থেকে ৩ নম্বর ওয়ার্ডের ১৩ লাখ ৫৬ হাজার ৫১৪ জন রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে খাওয়ানো হবে ওরাল কলেরা ভ্যাকসিন। এর মধ্যে রোহিঙ্গা প্রায় সাড়ে ৯ লাখ, বাকিরা স্থানীয় জনগোষ্ঠী। কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনে রোহিঙ্গা ক্যাম্পে ১ হাজার ৬০৫টি টিমে ৩ হাজার ২১০ জন স্বেচ্ছাসেবী এবং স্থানীয় বাংলাদেশিদের জন্য ২৭২টি টিমের ৭৪৪ জন স্বেচ্ছাসেবক প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে টিকা খাওয়াবেন।