মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এমপিও কমিটি সিদ্ধান্ত নিয়েছে, দেশের বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার। তাদের মধ্যে স্কুলে ২ হাজার ৫৭৯ জন এবং কলেজের ৬২৭ জন শিক্ষক রয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের জানুয়ারি মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা প্রফেসর ড. একিউএম শফিউল আজম।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, মাউশি অধিদফতরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদফতরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে একজনও অফলাইনে আবেদনকারী নেই। সবাই অনলাইনে আবেদন করেছেন। এছাড়া ২ হাজার ৮৪২ জনকে উচ্চতর স্কেল ও ১৩০ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।