মেহেরপুরের গাংনীতে ধানসিঁড়ি রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে গাংনী আলমডাঙ্গা রোডে পুর্ব মালসাদহ মেইন রোডের পাশে এ রিসোর্ট এর উদ্বোধন করা হয়েছে। মুজিবনগর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক রফিকুল আলম বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী প্রকৌশলী মহসিন আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধানসিঁড়ি রিসোর্ট এন্ড রেস্তোরার উদ্যোক্তা বশির আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের আইটি প্রধান স্বপন মিয়া, গাংনী কেন্দ্রীয় মসজিদের সভাপতি হাজী মহসিন আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলফাজ উদ্দীন,হাজী এনামুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, বিআর লাইসিয়াম স্কুলের সভাপতি নুরজাহান বেগম, গাংনী টেকনিকাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন,সাবেক কমিশনার ইনসারুল হক ইনসু,আবদুল্লাহিল মারুফ পলাশ, ইলিয়াস হোসেন.।
ধানসিঁড়ি রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট এ সর্বোচ্চ মানের খাবার, সুইমিং পুল সহ বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে। এখানে পিকনিকসহ সকল প্রকার বানিজ্যিক কনফারেন্স করা যাবে। এখানে সুস্থ ধারার বিনোদন কেন্দ্র হিসেবে সকল প্রকার সুবিধা নিশ্চিত করার প্রত্যয় করা হয়েছে।