বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেছেন জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান।
মঙ্গলবার সকাল ১১ টায় দিকে জয়পুরহাট শহরের নতুনহাট চত্বরে এসব শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।
কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
এ সময় প্রায় ১৫০০ শ কম্বল তুলে দেন অতিথিরা।