খুলনার পাইকগাছায় মোটারসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩জন মারাত্বক আহত হয়েছেন। খুমেক হাসপাতালে নেয়ার পথে ০২ জনের মৃত্যু হয় এবং একজনের অবস্থা আশঙ্কজনক।
সোমবার বিকেলে উপজেলার গদাইপুর ইউনিয়নের ফুটবল খেলা মাঠ সংলগ্ন প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের বাবু শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১) ।
প্রসঙ্গত, পাইকগাছা মৎস আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়িতে ফেরার পথিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে পৌছালে খুলনার দিক থেকে ছেড়ে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩) বিচালী বোঝায় নছিমন গাড়ী ক্রস করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। আহতদের অবস্থা আশঙ্কজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে খুলনা মেডিকেল কলেজে রেফার্ড করেন। খুলনা যাওয়ার পথে আহত রুহুল আমিন ও ফিরোজের মৃত্যু হয়।