কক্সবাজারের উখিায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাবেয়া বসরী (২২) নামে এনজিওতে কর্মরত এক স্কুল শিক্ষিকা প্রাণ হারিয়েছেন।গত (১৪ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে কুতুপালং ক্যাম্প-১ ইস্টের বি/১৪ ব্লকস্থ রাস্তায় ডাম্পারের ধাক্কায় তার মৃত্যু হয়।১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রাবেয়া মুক্তি কক্সবাজার নামে এনজিও কর্তৃক পরিচালিত রোহিঙ্গা ক্যাম্পের স্কুলে শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন।স্থানীয় মেম্বার মোঃ হোসেন জানান, জালিয়া পালং ইউনিয়নের বিজিএস অফিস সংলগ্ন পাইন্যাশিয়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী রাবেয়া বসরী। তাদের সংসারে দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এপিবিএন পুলিশ কর্মকর্তা আরো জানান, রোহিঙ্গা ক্যাম্পে এনজিও মুক্তির অফিসে কাছ সেরে বিকেল সাড়ে ৪টার দিকে রাবেয়া বাড়িতে ফেরার সময় রাস্তা পারাপার করতে গিয়ে দ্রুতগামী একটি ডাম্পার (চট্ট মেট্টো-ট ০১৬৫) তাকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় ঘাতক ডাম্পারের ড্রাইভারকে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।এদিকে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে স্কুল শিক্ষিকা রাবেয়ার মরদেহ গ্রামে পাঠানো হয়। তার মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শিরোনাম :
উখিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষিকার
-
আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
- Update Time : ০১:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- ৪৫ Time View
Tag :
আলোচিত