আসাদুজ্জামান হিরু কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় তৌফিকুল ইসলাম হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিসেবে নিজেকে পরিচয় দেওয়া।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় তৌফিকুল ইসলাম হত্যা মামলায়
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. হানিফ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন।
গুলশান থানার পুলিশ জানায়, তাদের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে গুলশান ২-এর ৭৮ নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে হিরুকে গ্রেপ্তার করে।