বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার বেলা ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা। ভ্যাট কমানো না হলে রেস্তোরাঁ ব্যবসায়ীরা পথে বসবে। বেকার হয়ে পড়বে হাজার হাজার শ্রমিক। তাই বর্ধিত ভ্যাট ও এস.ডি প্রত্যাহারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, উল্লাপাড়া রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি সুজিত ঘোষ, বেলকুচি রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
পরে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে ।