কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও গ্রামীণ পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা উপজেলা পরিষদ মাঠে কেক কেটে এর উদ্বোধন করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে বিভিন্ন গ্রামীণ পিঠা সমৃদ্ধ ৮ টি স্টল অংশগ্রহণ করে।