কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়ন এ উলিপুর-রানীগঞ্জ সড়কের শুড়ীরডারা ব্রীজ মোড়ে অটোরিকশার ধাক্কায় ৮ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে আজ ১৭ জানুয়ারি শুক্রবার আনুমানিক বিকাল ৪ টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানায় নিহত কিশোরী শুড়ীরডারা এলাকার এজাবুলের মেয়ে। সে বাবার সাথে বিস্কুট কেনার জন্য শুড়ীরডারা ব্রীজ মোড়ে আসে। ওই সময় রানীগঞ্জ থেকে ছেড়ে আসা উলিপুরগামী একটি অটোরিকশা যাত্রী নিয়ে অতিরিক্ত গতিতে আসছিল । মোড়ে এসেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরীর গায়ের উপর তুলে দেয়। ঘটনাস্থলেই কিশোরীর মৃত্যু হয় । উত্তেজিত এলাকাবাসী অটো রিক্সাটিকে আটকে দিলেও অটো চালক পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে, আদরের শিশু সন্তান হারিয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া। এ-সব অনিয়ন্ত্রিত যানবাহন অটো, নসিমন, করিমন, ট্রাক্টর যাদের কোন রুট পারমিট ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান এলাকাবাসী।
উলিপুর থানার ওসি মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।