Dhaka ০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে ২ কেজি আইস ও ইয়াবাসহ আটক ৬

মিয়ানমার থেকে সাগরপথে টেকনাফ উপকূল দিয়ে পাচারের সময় নৌকা থেকে ২ কেজি ১৩০ গ্রাম  ক্রিস্টাল মেথ আইস,ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা।

এসময় ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবা ও অল্প গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি টাকা।আটকরা হলেন, টেকনাফ সদরের মোঃ ফয়সাল (২০), মোঃ আরমান (২০), মোঃবুখার উদ্দীন (৩০), মোঃ শফিক উদ্দিন (২০), লেঙ্গুববিলের জসিম উদ্দিন (২১) ও উখিয়ার কুতুপালং ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের মোঃ কামাল হোসেন (৩৮)।গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে পাচারের সময় একটি ইঞ্জিনচালিত নৌকাসহ মাদকগুলো জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।লে. কর্নেল আশিকুর রহমান জানান , ঐদিন  রাতে নাফ নদীর মোহনা দিয়ে মিয়ানমার থেকে ইঞ্জিনচালিত নৌকা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবির একটি দল নৌকাটিকে আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করে ২ কেজি ১৩০ গ্রাম আইস, ১০ হাজার পিস ইয়াবা এবং স্বল্প পরিমাণ গাঁজা পাওয়া যায়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা টাকার বিনিময়ে বিভিন্ন সময় মিয়ানমার নাগরিক, মাদকদ্রব্য এবং বাংলাদেশি পণ্যসামগ্রী চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, আটকদের পাশাপাশি জব্দ করা মাদকদ্রব্য, চারটি মুঠোফোন এবং নৌকাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে প্রস্তুতি মূলক সভা

টেকনাফে ২ কেজি আইস ও ইয়াবাসহ আটক ৬

Update Time : ০৭:৪৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

মিয়ানমার থেকে সাগরপথে টেকনাফ উপকূল দিয়ে পাচারের সময় নৌকা থেকে ২ কেজি ১৩০ গ্রাম  ক্রিস্টাল মেথ আইস,ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা।

এসময় ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবা ও অল্প গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি টাকা।আটকরা হলেন, টেকনাফ সদরের মোঃ ফয়সাল (২০), মোঃ আরমান (২০), মোঃবুখার উদ্দীন (৩০), মোঃ শফিক উদ্দিন (২০), লেঙ্গুববিলের জসিম উদ্দিন (২১) ও উখিয়ার কুতুপালং ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের মোঃ কামাল হোসেন (৩৮)।গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে পাচারের সময় একটি ইঞ্জিনচালিত নৌকাসহ মাদকগুলো জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।লে. কর্নেল আশিকুর রহমান জানান , ঐদিন  রাতে নাফ নদীর মোহনা দিয়ে মিয়ানমার থেকে ইঞ্জিনচালিত নৌকা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবির একটি দল নৌকাটিকে আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করে ২ কেজি ১৩০ গ্রাম আইস, ১০ হাজার পিস ইয়াবা এবং স্বল্প পরিমাণ গাঁজা পাওয়া যায়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা টাকার বিনিময়ে বিভিন্ন সময় মিয়ানমার নাগরিক, মাদকদ্রব্য এবং বাংলাদেশি পণ্যসামগ্রী চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, আটকদের পাশাপাশি জব্দ করা মাদকদ্রব্য, চারটি মুঠোফোন এবং নৌকাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।