দিনাজপুর জেলার বিরামপুরে বিজিবি কর্তৃক অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও নকল সিভিট উদ্ধার। ভ্রাম্যমাণ আদালত এবিয়া ম্যানেজার আখতারুজ্জামান (৪০) কে এক মাস কারাদণ্ডাদেশ, ৩০ হাজার টাকা জরিমানা ও এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড সিলগালা করেন।
বিজিবি সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার হাবিলদার মর্তুজা শাহিনের নেতৃত্বে বিজিবি বিরামপুরস্থ পল্লবী সিনেমা হলের সামনে এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড, বিরামপুর শাখায় অভিযান চালান। এসময় বিজিবি এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড়ের ১০৮ কার্টুন থেকে ৩১ হাজার ২১২ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও ১১ কার্টুন নকল সিভিট উদ্ধারসহ এরিয়া ম্যানেজার আখরারুজ্জান (৪০) কে হাতেনাতে আটক করেন।
ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাজিয়া নওরীন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেডের এরিয়া ম্যানেজার আখতারুজ্জামান (৪০) কে এক মাসের কারাদণ্ডাদেশ, ৩০ হাজার টকা জরিমানা ও এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড সিলগালা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আখতারুজ্জামান (৪০) এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড, বিরামপুর শাখার এরিয়া ম্যানেজার ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পাটুরিয়া গ্রামের মৃত সামসুল আলমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীন জানান, বিক্রয় নিষিদ্ধ ও যুবসমাজ ধ্বংসকারী অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও নকল সিভিট রাখার দায় স্বীকার করায় এরিয়া ম্যানেজার আখতারুজ্জামান (৪০) কে এক মাসের কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা ও এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড সিলগালা করা হয়।
ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৪৭ লাখ ২৫ হাজার ৮২০ টাকা।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, কারাদণ্ডপ্রাপ্ত আখতারুজ্জামান (৪০) কে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।