টাঙ্গাইলের মির্জাপুরে রাতের বেলায় খননযন্ত্র দিয়ে অবৈধ ভাবে নদী তীর কেটে মাটি বিক্রি করার অপরাধে চার মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৭ জানুয়ারি (শুক্রবার) রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহনা ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম।
জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের বেলায় অবৈধ মাটি ব্যবসায়ীরা উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহনা এবং পাকুল্যা এলাকার লৌহজং নদীর তীর থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কেটে ড্রামট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এমন খবরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এসময় নদী তীর থেকে অবৈধভাবে মাটিকাটার সময় গোড়াইল গ্রামের এবাদত হোসেন ও জামুর্কী গ্রামের রাজু মিয়া, কুড়ালিয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন ও চুকুরিয়া গ্রামর রিপন ভুইয়াকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম।