সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সাবেক সাংসদ বেগম রুমানা মাহমুদ বলেছেন বিএনপি কর্মি আব্দুল বারী হত্যায় জড়িত কেই ছাড় পারেবা। তিনি রবিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে নিহত আব্দুল বারী এর বাসায় সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন। তিনি আরো বলেন,মনে রাখবেন দোসিদের অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। আজকে আপনাদের চোখের পানি বলেদেয় যে আপনারা কত কষ্টে আছেন। তিনি নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন,আপনারা এই বারী পরিবারের পাশে থাকবেন এবং ওনারা ভেঙ্গে পড়েছেন ওনার একমাত্র ছেলে আছেন ওনার দিকেও খেয়াল রাখবেন। এই হত্যার সাথে যারা জড়িত তারা কোন ভাবেই পার পাবেনা। এ বিষয়ে জেলা বিএনপি কঠোর রয়েছে।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মোস্তফা নোমান আলাল, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট এস. এম. নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক, বহুলী ইউনিয়ন বিএনপি সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী প্রমুখ।
এসময় বহুলী ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ অত্র এলাকার কয়েক শতাধিক নারী পুরুষ আসামিদের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য ,সিরাজগঞ্জ সদরে আব্দুল বারী সেখ (৬৫) নামের ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মোট ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। ১৯ ডিসেম্বর ২০২৪ রাত ৭টার দিকে উপজেলার বহুলী বাজার এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।