সিরাজগঞ্জের অন্যতম সেবামূলক সংগঠন অন্বেষণ মুক্ত স্কাউট দল প্রতি বছরের ন্যায়ে দুস্থ ও অসহায় শীতার্থ মানুষের মাঝে ১০০ শত শীতবস্ত কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় জ্ঞানাদায়িনী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জেলা প্রশাসনের সহযোগিতায় ও অন্বেষণ মুক্ত স্কাউট দলের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা সম্পাদক সরকার ছানোয়ার হোসেন, ( এলটি), ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাকালীন ইউনিট লিডার সাংবাদিক দিলীপ গৌর। শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট) , অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় শীতার্থ মানুষের হাতে শীতবস্ত তুলেদেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মারুফ আফজাল রাজন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট দলের সভাপতি এম এম কামরুল হাসান পিআরএস, ইউনিট লিডার আমিনুল ইসলাম প্রমুখ।