নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে শুরু হয়েছে (অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা ) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।গতরবিবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।ছয়দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকাদের ফুটবলের দক্ষতা এবং ক্রীড়া নৈপুন্য প্রদর্শনীর সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি এ ধরনের আয়োজন আমাদের যুবসমাজকে সঠিক দিকনির্দেশনায় এগিয়ে যেতে সাহায্য করে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া রেফারী, খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে সকলকে ক্রীড়াসুলভ মনোভাবের মাধ্যমে এই টুর্নামেন্ট পরিচালনার অনুরোধ করেন জেলা প্রশাসক।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ, সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দিন মিল্কী, ছাত্র প্রতিনিধি রিয়াদমনি বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ জেলা ক্রীড়া সংস্থার সাবেক কর্মকর্তা, টিম ম্যানেজারসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় ২৪ জানুয়ারী পর্যন্ত নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট কক্সবাজার পৌরসভাসহ নয় উপজেলার অনুর্ধ ১৭ বালক ও বালিকা গ্রুপের ২০টি ফুটবল দল অংশগ্রহণ করছে।উদ্বোধনী খেলায় বালিকা গ্রুপে রামু উপজেলা ৪-০ গোলে মহেশখালী উপজেলা ফুটবল দলকে এবং বালক গ্রুপে মহেশখালী উপজেলা ২-০ গোলে রামু উপজেলা ফুটবল দলকে পরাজিত করে। খেলা শেষে উভয় গ্রুপের শ্রেষ্ঠ খেলোয়াড়দের ম্যাচ সেরার পুরস্কার প্রদান করা হয়।বালিকা গ্রুপে রামু দলের ১০ নং জার্সিধারী তাহমিনা এবং বালক গ্রুপে মহেশখালী দলের ৯ নং জার্সিধারী হিমেল শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।