দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বিরামপুর থানা পুলিশ সোমবার (২০ জানুয়ারি) ভোরে জুয়া খেলার সময় ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করে দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, সোমবার (২০ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর বিরামপুর থানা পুলিশ ৬নং জোতবানী ইউনিয়নের গোটগাছ গ্রামের বাবুল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় জুয়া খেলার সময় জুয়ার আসর থেকে পুলিশ জুয়া খেলার সময় ১২ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রফিকুল ইসলাম, মামুনুর রশিদ, আতিয়ার রহমান, আমিরুল ইসলাম, বদিউজ্জামান, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মাসুদ রানা, আশরাফ আলী, ইসমুদ্দিন, ফসির উদ্দিন ও বাবুল হোসেনকে আটক করে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে এবং তাদেরকে সোমবার (২০ জানুয়ারি) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।