ভোলায় অস্ত্র-মাদকসহ ৬ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার রাত ১টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত ভোলা সদর উপজেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালার মাধ্যমে তাদেরকে আটক করা হয়। রবিবার (১৯ জানুয়ারী) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলা অফিসে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অপারেশন অফিসার ল্যাফটেনেন্ট রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১টা হতে রবিবার দুপুর ১২ পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে ভোলা সদরের মুন্সিরচর, উকিল পাড়া, মুসলিম পাড়া এবং ঘুইংগারহাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ২টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড তাজা গোলা, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি ডেগার, ১টি হকাস্ট্রক, ১টি খুর, ২টি দেশীয় অস্ত্র, ১শ’ ৬৬ বোতল ফেনসিডিল, ৫টি গ্রিফ ওয়াটার, ১শ’ ২০ পিস ইয়াবা, ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা, ২টি ল্যাপটপ, ১টি পাসপোর্ট, ২টি পেনড্রাইভ, ২ ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ৪ লক্ষ ৬২ হাজার ৬০ টাকাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মো. রাসেল (৪৪), পাভেল বিশ্বাস (৪৮), গৌতম বনিক (৪৫), মো. লিটন (৫২), মো. মাহবুব (৩০) এবং পারুল বেগম (৪০)। এরা সকলেই ভোলা সদর উপজেলার বাসিন্দা। পরবর্তীতে জব্দকৃত সকল আলমতসহ মাদক ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।