কুমিল্লার হোমনায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ -এই প্রতিপাদ্যের ওপর উপজেলা প্রশাসন তিন সপ্তাহব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার রাতে অফিসার্স ক্লাব মাঠে ব্যাডমিন্টন টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে দীর্ঘ সময়ে অনুষ্ঠিত ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল ও কাবাডিসহ ১০টি ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ সময় হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ উল ইসলাম, হোমনা উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান যথাক্রমে জহিরুল হক ও অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, খাদ্য নিয়ন্ত্রক মো.ওয়াসিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।