নওগাঁর মান্দায় সরকারি খাস ও ভিপি সম্পত্তিসহ বেদখল হয়ে যাওয়া ব্যক্তি মালিকানার সম্পত্তি উদ্ধারে স্পট গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি’২৫) বেলা ১১টার দিকে বিলউথরাইল গ্রামের তিনমাথার মোড়ে এ গণশুনানীর আয়োজন করে উপজেলা প্রশাসন (রাজস্ব)।
জানা গেছে, উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা, বিলউথরাইল, মহানগর ও বাঁকাপুর মৌজায় অবস্থিত ৩০০ একর সরকারি খাস ও ভিপি সম্পত্তি রয়েছে। এর পাশাপাশি রয়েছে বিপুল পরিমাণ ব্যক্তি মালিকানার ও বেশকিছু সম্পত্তি। বিভিন্ন সময়ে এসব ভিপি ও ব্যক্তি মালিকানার সম্পত্তি বেদখল হয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রভাবে।
চলতি বোরো মওসুম শুরু হলে বিলের এসব সম্পত্তির পাল্টাপাল্টি দখল নিয়ে দখলবাজদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিগত সময়ে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। এবারেও বিল এলাকায় উত্তেজনা দেখা দিলে স্থানীয় প্রশাসন স্পট গণশুনানীর আয়োজন করেন।
গণশুনানী অনুষ্ঠানে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গণি, বিএনপি নেতা মোজাম্মেল হকসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলার পাকুড়িয়া গ্রামের বাসিন্দা নাহিন ইসলাম বলেন, উথরাইল বিলে আমাদের ব্যক্তি মালিকানার প্রায় ১৮ বিঘা জমি রয়েছে। পড়াশোনার জন্য আমি বাইরে অবস্থানকালে এসব জমি বেদখল হয়ে যায়। পরবর্তীতে জমিজমা গলো আর উদ্ধার করা সম্ভব হয়নি। আজ গণশুনানী অনুষ্ঠানে ইউএনও মহোদয়ের কাছে কাগজপত্র উপস্থাপন করেছি। আশা করছি ইউএনওর মাধ্যমে জমিগুলো ফিরে পাব।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও শাহ আলম মিয়া সাংবাদিকদের বলেন, উথরাইল বিলের সরকারি সম্পত্তির পাল্টাপাল্টি দখল নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এ অবস্থায় সংঘাত এড়াতে গণশুনানীর আয়োজন করা হয়। কাগজপত্র যাচাই-বাছাই করে অবৈধ দখলদারদের উচ্ছেদসহ সরকারি সম্পত্তি উদ্ধার ও মালিকানা সম্পত্তি প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে।