Dhaka ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অন্তর্র্বতী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকার বেশকিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না বলে। এই অবস্থা বিরাজমান থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ’৬৯ এর গণঅভ্যুত্থানে শহিদ আসাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনটা জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, একটি বিষয়ে সবাই একমত যে, দেশে নির্বাচন হওয়া দরকার। নির্বাচন যে শুধু একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য তা নয়, গণতান্ত্রিক একটি ব্যবস্থা নির্ধারণের জন্য নির্বাচনের মধ্যদিয়ে একটি পথ সৃষ্টি করা। একটি দরজা পার হওয়া।

বিএনপি মহাসচিব বলেন, আজকে প্রশ্ন রয়েছে সব সংস্কারগুলো করে নির্বাচনে যাওয়া নিয়ে, তাহলে কী আমরা ৪-৫ বছর ধরে অপেক্ষা করবো বা যতদিন সংস্কারগুলো শেষ না হয়, ততদিন জনগণ অপেক্ষা করবে? তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে?

অনেক বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। নির্বাচন দ্রুত না হলে জনগণের চাহিদা পূরণ হবে না উল্লেখ করে তিনি বলেন, আগে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাতেই সচিবালয় থেকে শুরু করে সবখানে সেভাবেই চলছে। স্কুল-কলেজে সেরকম লেখাপড়া হচ্ছে না। প্রায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। এ সময় পরিবর্তন এত অল্প সময়ে সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ভোলায় রাতের আঁধারে কবর খুঁড়ে ৫টি কঙ্কাল চুরি!

অন্তর্র্বতী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না: ফখরুল

Update Time : ০৫:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকার বেশকিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না বলে। এই অবস্থা বিরাজমান থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ’৬৯ এর গণঅভ্যুত্থানে শহিদ আসাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনটা জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, একটি বিষয়ে সবাই একমত যে, দেশে নির্বাচন হওয়া দরকার। নির্বাচন যে শুধু একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য তা নয়, গণতান্ত্রিক একটি ব্যবস্থা নির্ধারণের জন্য নির্বাচনের মধ্যদিয়ে একটি পথ সৃষ্টি করা। একটি দরজা পার হওয়া।

বিএনপি মহাসচিব বলেন, আজকে প্রশ্ন রয়েছে সব সংস্কারগুলো করে নির্বাচনে যাওয়া নিয়ে, তাহলে কী আমরা ৪-৫ বছর ধরে অপেক্ষা করবো বা যতদিন সংস্কারগুলো শেষ না হয়, ততদিন জনগণ অপেক্ষা করবে? তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে?

অনেক বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। নির্বাচন দ্রুত না হলে জনগণের চাহিদা পূরণ হবে না উল্লেখ করে তিনি বলেন, আগে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাতেই সচিবালয় থেকে শুরু করে সবখানে সেভাবেই চলছে। স্কুল-কলেজে সেরকম লেখাপড়া হচ্ছে না। প্রায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। এ সময় পরিবর্তন এত অল্প সময়ে সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।