Dhaka ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উখিয়ায় ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র মেলার উদ্বোধন

কক্সবাজারের উখিয়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বস্ত্র মেলা (২০২৫) উদ্বোধন করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।  তিনি গত বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উখিয়া হাই স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, মেলার প্রধান উপদেষ্টা সরওয়ার জাহান চৌধুরী, মেলা কমিটির চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, মহা-সচিব তারেক মাহমুদ চৌধুরী, যুগ্ন মহা সচিব সাদমান জামি চৌধুরী, আরাফাত চৌধুরী  হান্নান, ইমরান খান এ সময় উপস্থিত ছিলেন।

শাহজাহান চৌধুরী বলেন, উখিয়াতে অনেক শিল্প আছে। তাঁত শিল্প, কুমার শিল্প এখানকার দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের স্থান দিতে হবে। মাদককে আল্লাহর ওয়াস্তে ভুলে যান। মাদক একটি পরিবারকে শেষ করে দেয়। এই মাদক যে পরিবারে ঢুকেছে সেই পরিবারের বাবা মা বুঝে কী যন্ত্রণা। আমি অনুরোধ করবো, যে জিনিস সমাজ চায় না, রাষ্ট্র চায় না, সেটা আমাদের সমাজ ও দেশ থেকে বিতাড়িত করতে হবে। যারা ইয়াবা পাচারে প্রশাসনকে চুপ থাকতে বলেন সেই সমস্ত জনপ্রতিনিধি আমরা আর চাই না।মেলায় জুলাই বিপ্লবের কর্ণার আকর্ষণ করবে  আগতদের। মেলায় ১২০টি স্টল রয়েছে।

নতুন নতুন পণ্যের বাজার সম্প্রসারণ এবং পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে এ মেলার আয়োজন করছে জানিয়ে শাহজাহান চৌধুরী আরও বলেন, এ ধরনের প্রসারমূলক কার্যক্রমের ফলে আমাদের তৈরি ক্ষুদ্র ও কুটির শিল্প নেতৃস্থানীয় অবস্থান তৈরি করেছে। এছাড়া বেকারত্ব কমানো, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখা এবং দারিদ্র্য কমিয়ে আনার মাধ্যমে দেশের অর্থনীতির ভিতকে মজবুত করতে বিশেষ ভূমিকা রাখছে। সবার প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধ করতে হবে। মাসব্যাপী এ মেলা সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা জন প্রতিনিধি,পুলিশ অফিসার, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

উখিয়ায় ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র মেলার উদ্বোধন

Update Time : ০১:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

কক্সবাজারের উখিয়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বস্ত্র মেলা (২০২৫) উদ্বোধন করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।  তিনি গত বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উখিয়া হাই স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, মেলার প্রধান উপদেষ্টা সরওয়ার জাহান চৌধুরী, মেলা কমিটির চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, মহা-সচিব তারেক মাহমুদ চৌধুরী, যুগ্ন মহা সচিব সাদমান জামি চৌধুরী, আরাফাত চৌধুরী  হান্নান, ইমরান খান এ সময় উপস্থিত ছিলেন।

শাহজাহান চৌধুরী বলেন, উখিয়াতে অনেক শিল্প আছে। তাঁত শিল্প, কুমার শিল্প এখানকার দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের স্থান দিতে হবে। মাদককে আল্লাহর ওয়াস্তে ভুলে যান। মাদক একটি পরিবারকে শেষ করে দেয়। এই মাদক যে পরিবারে ঢুকেছে সেই পরিবারের বাবা মা বুঝে কী যন্ত্রণা। আমি অনুরোধ করবো, যে জিনিস সমাজ চায় না, রাষ্ট্র চায় না, সেটা আমাদের সমাজ ও দেশ থেকে বিতাড়িত করতে হবে। যারা ইয়াবা পাচারে প্রশাসনকে চুপ থাকতে বলেন সেই সমস্ত জনপ্রতিনিধি আমরা আর চাই না।মেলায় জুলাই বিপ্লবের কর্ণার আকর্ষণ করবে  আগতদের। মেলায় ১২০টি স্টল রয়েছে।

নতুন নতুন পণ্যের বাজার সম্প্রসারণ এবং পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে এ মেলার আয়োজন করছে জানিয়ে শাহজাহান চৌধুরী আরও বলেন, এ ধরনের প্রসারমূলক কার্যক্রমের ফলে আমাদের তৈরি ক্ষুদ্র ও কুটির শিল্প নেতৃস্থানীয় অবস্থান তৈরি করেছে। এছাড়া বেকারত্ব কমানো, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখা এবং দারিদ্র্য কমিয়ে আনার মাধ্যমে দেশের অর্থনীতির ভিতকে মজবুত করতে বিশেষ ভূমিকা রাখছে। সবার প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধ করতে হবে। মাসব্যাপী এ মেলা সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা জন প্রতিনিধি,পুলিশ অফিসার, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।